রেনাটা লিমিটেডে একীভূত হচ্ছে রেনাটা অনকোলজি

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনাটা লিমিটেড তাদের আরেক সহযোগী কোম্পানি রেনাটা অনকোলজির সঙ্গে একত্রিত হয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2020, 02:24 PM
Updated : 5 August 2020, 02:24 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে রেনাটা লিমিটেড।

রেনাটা লিমিটেড জানিয়েছে, তারা রেনাটা অনকোলজির সঙ্গে একত্রিত হতে হাই কোর্টে আবেদন করেছিল। আদালত চলতি বছরের ১৯ জুলাই অনুমতি দিয়েছে।

এ ক্ষেত্রে রেনাটা অনকোলজি হবে ট্রান্সফারার কোম্পানি এবং রেনাটা লিমিটেড হবে ট্রান্সফারি কোম্পানি।

অর্থাৎ একত্রীকরণের পরে রেনাটা অনকোলজি নামে আলাদা কোনো কোম্পানি থাকবে না। রেনাটা অনকোলজির সমস্ত সম্পদ এবং দায় রেনাটা লিমিটেডের হয়ে যাবে।

রেনাটা লিমিটেড ১৯৭৯ সালে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তাদের শেয়র লেনদেন হয় ‘এ’ ক্যাটাগরিতে।

ঢাকার পুঁজিবাজারে বুধবার রেনাটার শেয়ার ১ হাজার ১১৪ টাকায় লেনদেন হয়েছিল। কোম্পানির বাজার মূলধন হয়েছে ৯ হাজার ৮৫১ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৮৮ কোটি ৬০ লাখ টাকা।

২০১৮-১৯ সালে কোম্পানিটি মুনাফা করেছে ৩৭৬ কোটি টাকা। বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে নগদ ১০০ শতাংশ এবং ১০ শতাংশ স্টক।

পুঁজিবাজারে কোম্পানিটির ৮ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার ২৪২টি শেয়ার আছে।

এর মধ্যে ৫১ দশমিক ১৭ শতাংশ আছে পরিচালকদের হাতে, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৭ দশমিক ৮৯ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে আছে ২২ দশমিক ৭৬ শতাংশ শেয়ার, সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ৮ দশমিক ১৮ শতাংশ শেয়ার।