টানা ৯ দিন সূচকে ঊর্ধ্বগতি

ঈদের ছুটির পর তৃতীয় দিনের লেনদেনে সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2020, 09:21 AM
Updated : 5 August 2020, 09:21 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৫ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৩০৭ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে।

টানা নয় কার্যদিবসে ডিএসইতে সূচক বেড়েছে ২৩০ পয়েন্ট। ২২ জুলাই সূচক ছিল ৪ হাজার ৭৭ পয়েন্ট। এই সূচক বুধবার হয়েছে থেকে ৪ হাজার ৩০৭ পয়েন্ট।

ডিএসইতে এদিন ৭১৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৬৭৬ কোটি ৬৬ লাখ টাকা।

এই লেনদেন প্রায় এক মাসের মধ্যে বেশি। এর আগে এর চেয়ে বেশি লেনদেন ছিল ২৮ জুন ২০২০। সেদিন লেনদেন ছিল ২ হাজার ৫৪৩ কোটি। 

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, আর কমেছে ১২৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৭৪টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৭ দশমিক ৪৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫২ দশমিক ৪২ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৯ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২১৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২৪ শতাংশ বেশি।

সিএসইতে ১৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৭ কোটি ২ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর।