লভ্যাংশ দিচ্ছে না ইউনিয়ন ক্যাপিটাল

আর্থিক খাতের ইউনিয়ন ক্যাপিটালের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থবছরে শেয়ারধারীদের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2020, 01:43 PM
Updated : 3 August 2020, 01:43 PM

আগামী ১৭ সেপ্টেম্বর সাধারণ সভায় এর অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ২৪ অগাস্ট।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়।

ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার সোমবার ঢাকার পুঁজিবাজারে ৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছিল।

লভ্যাংশ না দেওয়ার খবরে শেয়ারের দাম অপরিবর্তিত আছে । আগেরদিন শেয়ারটি সমাপনী মূল্য ছিল ৪ টাকা ৮০ পয়সা।

কোম্পানির দ্বিতীয় আর্থিক বিবরণী অনুযায়ী, চলতি বছর প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ১২ পয়সা লোকসান হয়েছে, যা আগের বছর একই সময়ে ছিল ৫ পয়সা মুনাফা।

ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির প্রতি শেয়ারে লোকাসন হয়েছে ১ টাকা ৪০ পয়সা, যা আগে ৬ পয়সা মুনাফা ছিল।

পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স

বিমা খাতের পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদও ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থবছরে শেয়ারধারীদের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করেছে।

আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ সভায় এর অনুমোদন নিতে হবে । সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ২৪ অগাস্ট।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার সোমবার ঢাকার পুঁজিবাজারে ১৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হচ্ছিল।

লভ্যাংশ না দেওয়ার খবরে শেয়ারের দাম কমেছে । আগেরদিন শেয়ারটি সমাপনী মূল্য ছিল ১৫ টাকা ৪০ পয়সা।

কোম্পানিটির দ্বিতীয় আর্থিক বিবরণী অনুযায়ী, চলতি বছর প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জীবন বীমা থেকে আয় কমেছে ৮ কোটি ৭০ লাখ টাকা, যা আগের বছর একই সময়ে কমেছিল ১৯ কোটি ৭৯ লাখ টাকা।

ছয় মাসে (জানুয়ারি-জুন) জীবন বীমা থেকে আয় কমেছে ১০ কোটি ৫৫ লাখ টাকা, যা আগের বছর একই সময়ে কমেছিল ৩৬ কোটি ১৩ লাখ টাকা।