চাঙাভাবে ঈদের ছুটিতে গেল পুঁজিবাজার

সম্প্রসারণমুখী মুদ্রানীতি ঘোষণার পর ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারেই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2020, 11:46 AM
Updated : 30 July 2020, 12:19 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৩ দশমিক ২২ পয়েন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ বেড়ে ৪ হাজার ২১৪ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান নিয়েছে।

এনিয়ে টানা ছয় দিন সূচক বাড়ল পুঁজিবাজারে। এই ছয় দিনে সূচকে যোগ হয়েছে ১৩৩ পয়েন্ট।

গত বৃহস্পতিবার সূচক ছিল ৪ হাজার ৮১ পয়েন্ট, এই বৃহস্পতিবার তা হয়েছে ৪ হাজার ২১৪ পয়েন্ট।

করোনাভাইরাস সঙ্কটে অর্থের জোগান বাড়াতে রেপো (পুনঃক্রয় চুক্তি) ও রিভার্স রেপোর সুদহার আরও এক দফা কমিয়ে ‘সম্প্রসারণমুখী’ নতুন মুদ্রানীতি বুধবারই ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

ডিএসইতে বৃহস্পতিবার ৫৮০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৩৯৯ কোটি ৫২ লাখ টাকা।

লেনদেন হয়েছে ৩৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৬২টির, আর কমেছে ৫৮টির। আর অপরিবর্তিত রয়েছে ১২৮টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৭৬ দশমিক ৫০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২০ দশমিক ৬৪ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৮৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৯৬২ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭৪ শতাংশ বেশি।

সিএসইতে লেনদেন কমেছে। এদিন ১১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৪ কোটি ২৯ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির দর।

কোরবানির ঈদের ছুটি শেষে সোমবার থেকে আবার লেনদেন হবে দুই পুঁজিবাজারে।