আইসিবি ইউনিট ফান্ডের ৪০ টাকা লভ্যাংশ ঘোষণা

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত আইসিবি ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2020, 05:29 PM
Updated : 29 July 2020, 05:29 PM

বুধবার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ৩০ জুনে শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরের জন্য আইসিবি ইউনিট ফান্ডের জন্য ৪০ টাকা করে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচলনা পর্ষদ বুধবার এই লভ্যাংশ ঘোষণা করে।

পরিচলনা পর্ষদের চেয়ারম্যান মজিব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন এবং বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০১৮-১৯ অর্থবছরে ১০০ টাকা মূল্যের আইসিবি ইউনিট ফান্ডে ৪১ টাকা লভ্যাংশ দেওয়া হয়েছিল। 

৩০ জুন ২০২০ তারিখে আইসিবি ইউনিট ফান্ডের ৯ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৪৭৬ জন সার্টিফিকেট হোল্ডার আছেন।