মুনাফা কমেছে পাঁচ ব্যাংকের

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি ব্যাংক তাদের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2020, 09:46 AM
Updated : 29 July 2020, 09:46 AM

এর মধ্যে পাঁচটি ব্যাংকের মুনাফা আগের বছরে তুলনায় কমেছে আর বেড়েছে দুইটির।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

প্রিমিয়ার ব্যাংক

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ২০২০ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতি শেয়ারে ৪৩ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা হয়েছিল ৮৪ পয়সা।

ছয় (জানুয়ারি-জুন) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ১ পয়সা, যা আগে ছিল ১ টাকা ৩৪ পয়সা।

ঢাকা ব্যাংক

ঢাকা ব্যাংক লিমিটেড ২০২০ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতি শেয়ারে ২০ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা হয়েছিল ২৬ পয়সা।

ছয় (জানুয়ারি-জুন) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৮৮ পয়সা, যা আগে ৭৬ পয়সা ছিল।

পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক ২০২০ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতি শেয়ারে ৫৮ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা হয়েছিল ১ টাকা ৩৪ পয়সা।

ছয় (জানুয়ারি-জুন) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ৪৪ পয়সা, যা আগে ২ টাকা ১৬ পয়সা ছিল।

ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া ২০২০ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতি শেয়ারে ২১ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা হয়েছিল ৪৭ পয়সা।

ছয় (জানুয়ারি-জুন) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ৩৭ পয়সা, যা আগে ১ টাকা ০৬ পয়সা ছিল।

ডাচ-বাংলা ব্যাংক

ডাচ-বাংলা ব্যাংক ২০২০ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতি শেয়ারে ২ টাকা ৮২ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা হয়েছিল ২ টাকা ৮৮ পয়সা।

ছয় (জানুয়ারি-জুন) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৪ টাকা ৩৩ পয়সা, যা আগে ৩ টাকা ৮৩ পয়সা ছিল।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

ব্যাংক খাতের আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২০২০ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতি শেয়ারে ৩৪ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা হয়েছিল ৭ পয়সা।

ছয় (জানুয়ারি-জুন) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৮৪ পয়সা, যা আগে ৫১ পয়সা মুনাফা ছিল।

রূপালী ব্যাংক ব্যাংক

ব্যাংক খাতের রূপালী ব্যাংক ২০২০ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতি শেয়ারে ১৫ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা হয়েছিল ৩ পয়সা।

ছয় (জানুয়ারি-জুন) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৩৭ পয়সা, যা আগে ২৫ পয়সা মুনাফা ছিল।

এর আগে মঙ্গলবার পর‌্যন্ত তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ১৩টি ব্যাংক চলতি অর্থবছরের দ্বিতীয় (এপ্রিল-জুন) প্রান্তিকের লাভ- ক্ষতির হিসাব দিয়েছিল।

সব মিলিয়ে ২০টি ব্যাংক তাদের দ্বিতীয় (এপ্রিল-জুন) প্রান্তিকের ফলাফল দিয়েছে।

এর মধ্যে মুনাফা কমেছে ১৪টির আর আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে ৬টির।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ)৩০টি ব্যাংকের মধ্যে ২২টি ব্যাংক আগের বছরের তুলনায় ভালো মুনাফা করেছিল।