বার্জার পেইন্টসের ২৯৫% লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সাধারণ সভায় ২০১৯-২০২০ অর্থ বছরে শেয়ারধারীদের জন্য ২৯৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2020, 05:25 PM
Updated : 28 July 2020, 05:25 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এ সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জেরাল্ড কে অ্যাডামস, পরিচালক অনীল ভাল্লা, জ্যঁ ক্লদ লুত্রেই, আনিস এ খান, মাসুদ খান, রিশমা কাউর, কানওয়ারদ্বীপ সিং ধিঙরা, সুনীল শর্মা, পারভীন মাহমুদ ও আব্দুল খালেক ভার্চুয়াল এই সভায় উপস্থিত ছিলেন।

রূপালী চৌধুরী ২০২০ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ার হোল্ডারদের সামনে পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী তুলে ধরেন। সভায় রূপালী চৌধুরী শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন ২০২০ সালের ৩১ মার্চ সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ৭২ শতাংশ এবং বিক্রি বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১৩ শতাংশ।

বার্জার পেইন্টস বাংলাদেশ সরকারের কাছ থেকে যে ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা পুরস্কার পেয়েছে, তাও জানানো হয় সভায়।