সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক ও লেনদেন বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2020, 10:27 AM
Updated : 27 July 2020, 10:27 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৪ হাজার ১৪৫ দশমিক ৩৮ পয়েন্ট হয়েছে।

এই সূচক প্রায় সাড়ে চার মাসের মধ্যে বেশি। এর আগে ১১ মার্চ সূচক ছিল ৪ হাজার ২৩১ পয়েন্টের ঘরে।  

সোমববার ডিএসইতে ৪৩৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৩৭১ কোটি ৫৫ লাখ টাকা ছিল।

এ বাজারে লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৬৭টির। আর ১৬০টির দর অপরিবর্তিত রয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৪৬ দশমিক ৩৮ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ১১ হাজার ৭৯৬ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৭ কোটি ৮০ লাখ টাকা।

লেনদেন হওয়া ২২২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টির দর।