সূচক, লেনদেন বেড়েছে

সপ্তাহের শেষ দিন সূচক এবং লেনদেন বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2020, 09:41 AM
Updated : 23 July 2020, 09:41 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ বেড়ে ৪ হাজার ৮০ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ২৬২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২৪৭ কোটি ৪৮ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৮৫টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪৬ দশমিক ৪২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ দশমিক ৫৯ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৪ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬২২ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১২ শতাংশ বেশি।

সিএসইতে ৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫ কোটি ৭৭ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২০১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির দর।