মূল বাজারে ফিরল কে অ্যান্ড কিউ ও আজিজ পাইপ

বাংলাদেশের পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দুই কোম্পানি কে অ্যান্ড কিউ এবং আজিজ পাইপ লিমিটেডের ওপর আরোপিত শাস্তিমূলক ব্যবস্থা দুই বছর পর তুলে নিয়েছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2020, 12:34 PM
Updated : 21 July 2020, 12:34 PM

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সোমবার এ সিদ্ধান্ত দিয়েছে বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।

এর ফলে মঙ্গলবার থেকে সাধারণ নিয়মে লেনদেন হচ্ছে কে অ্যান্ড কিউ এবং আজিজ পাইপ লিমিটেডের শেয়ার, যা এতদিন স্পট মার্কেটে লেনদেন হচ্ছিল।

২০১৮ সালের ১৬ অগাস্ট এক আদেশে এ দুই কোম্পানিকে মূল মার্কেট থেকে স্পট মার্কেটে পাঠায় বিএসইসি। এ দুটি কোম্পানির শেয়ারের দাম নিয়ে কারসাজি করা হচ্ছিল জানিয়ে সে সময় ওই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

কে অ্যান্ড কিউ

২০১৩, ২০১৪ এবং ২০১৬ সালে লোকসানে থাকা কে অ্যান্ড কিউ ২০১৭ সালে ২ লাখ টাকা মুনাফা করে।

২০১৭ সালে ঢাকার পুঁজিবাজারে ৪০ টাকায় লেনদেন হওয়া এই শেয়ারের দাম দেড় বছরের মাথায় ৬ গুণ বেড়ে ২০১৮ সালের অগাস্ট ২৪০ টাকায় ওঠে ।

তারপর এ কোম্পানির শেয়ারকে স্পট মার্কেটে পাঠায় বিএসইসি।

আজিজ পাইপ

২০১৬ সালে লোকসানে থাকা আজিজ পাইপ ২০১৭ সালে ২৭ লাখ টাকা মুনাফা করে।

ওই বছর ঢাকার পুঁজিবাজারে ৬০ টাকায় লেনদেন হওয়া এই শেয়ারের দাম দেড় বছরের মাথায় প্রায় ৫ গুণ বেড়ে ২০১৮ সালের অগাস্টে হয় ২৭০ টাকা।

তারপর কারসাজির অভিযোগ এনে এ কোম্পানির শেয়ারকে স্পট মার্কেটে পাঠায় বিএসইসি।