সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2020, 11:33 AM
Updated : 20 July 2020, 11:33 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ দশমিক ৫০ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৭০ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয় ২৪০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন যা, আগের কর্মদিবসে ছিল ২৩৪ কোটি ৪৫ লাখ টাকা।

হাতবদল হওয়া ৩৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৩টির, আর কমেছে ১৭টির। আর অপরিবর্তিত রয়েছে ২০৩টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪৪ দশমিক ০৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ দশমিক ৬৮ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৬২ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫৭৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৫৪ শতাংশ বেশি।

সিএসইতে ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৬ কোটি ৮০ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ১৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৭টির দর।