পুঁজিবাজারে সূচক কমেছে

সপ্তাহের প্রথম দিন সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2020, 10:49 AM
Updated : 19 July 2020, 10:49 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ কমে ৪ হাজার ৫০ দশমিক ৬৪ পয়েন্ট হয়েছে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪০ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ কমে ১১ হাজার ৫১৫ পয়েন্ট হয়েছে।

সূচক কমলেও ডিএসইতে এদিন লেনদেন বেড়েছে। সারা দিনে মোট ২৩৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের কর্মদিবসে ২২৫ কোটি ৯৭ লাখ টাকা ছিল।

লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৭৮টির; ২০০টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার, যা আগের দিন ছিল ৮ কোটি ৩ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ১৬১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির দর।