পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

সপ্তাহের শেষ দিন সূচক ও লেনদেন কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2020, 11:22 AM
Updated : 16 July 2020, 11:22 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ কমে ৪ হাজার ৬৯ দশমিক ১১ পয়েন্ট হয়েছে।

এ বাজারে মোট ২২৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ছিল ২৬৭ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৫৮টির দর বেড়েছে, ৭৪টির কমেছে, আর অপরিবর্তিত রয়েছে ১৯৭টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের তুলনায় ৪৪ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ কমে এদিন ১১ হাজার ৫৫৯ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১০ কোটি ৭০ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ১৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৪০টির দর বেড়েছে, ৫৭টির কমেছে এবং ৮১টির দর অপরিবর্তিত রয়েছে।