চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি তাদের লভ্যাংশ ঘোষণা করেছে, একটি কোম্পানি দিয়েছে মুনাফার তথ্য।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 12:10 PM
Updated : 15 July 2020, 12:10 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।

কর্ণফুলী ইন্স্যুরেন্স

বীমা খাতের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।

তাতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা করে পাবেন।

আগামী ৯ সেপ্টেম্বর সাধারণ সভায় অনুমোদন পেলে এই লভ্যাংশ দেওয়া হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ১২ অগাস্ট।

কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার বুধবার ঢাকার পুঁজিবাজারে ১৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হচ্ছিল।

২০১৯ অর্থ বছরে কর্ণফুলী ইন্স্যুরেন্স শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ১০ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৮ টাকা ২২ পয়সা।

নতুন অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে প্রতি শেয়ারে ৩৫ পয়সা মুনাফা দেখিয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৩৬ পয়সা।

প্রভাতী ইন্স্যুরেন্স

বীমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে শেয়ার হোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।

১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা ২০ পয়সা করে পাবেন।

আগামী ১৫ সেপ্টেম্বর সাধারণ সভায় অনুমোদন পেলে এই লভ্যাংশ দেওয়া হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ৫ অগাস্ট।

প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার বুধবার ঢাকার পুঁজিবাজারে ২৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হচ্ছিল।

২০১৯ অর্থ বছরে প্রভাতী ইন্স্যুরেন্স শেয়ার প্রতি মুনাফা করেছে ২ টাকা ৩৮ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৮ টাকা ৯৪ পয়সা।

নতুন অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে প্রতি শেয়ারে ৬৮ পয়সা মুনাফা দেখিয়েছে এ কোম্পানি। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৬১ পয়সা।

সোনার বাংলা ইন্স্যুরেন্স

বীমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।

১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা করে পাবেন।

আগামী ২৫ সেপ্টেম্বর সাধারণ সভায় অনুমোদন পেলে এই লভ্যাংশ দেওয়া হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ২৫ অগাস্ট।

সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার বুধবার ঢাকার পুঁজিবাজারে ৩৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছিল।

২০১৯ অর্থ বছরে সোনার বাংলা ইন্স্যুরেন্স শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ৯৯ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৮ টাকা ৫৬ পয়সা।

একসাথে দুই প্রন্তিকের মুনাফা দেখিয়েছে এই বীমা কোম্পানি।

নতুন অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে প্রতি শেয়ারে ১ টাকা ১৯ পয়সা মুনাফা দেখিয়েছে সোনার বাংলা। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৫৬ পয়সা।

নতুন অর্থবছরের এপ্রিল-জুন সময়ে তাদের প্রতি শেয়ারে ৫২ পয়সা মুনাফা হয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ১৫ পয়সা।

সব মিলে এ বছর প্রথম ৬ মাসে তাদের মুনাফা হয়েছে ১ টাকা ৭১ পয়সা, যা আগের বছর ছিল ৭১ পয়সা।

মাইডাস ফাইন্যান্সিং

ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং এর পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে শেয়ার হোল্ডারদের জন্য ২ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ২ দশমিক ৫০ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে।

তাতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ২৫ পয়সা করে পাবেন এবং প্রতি ৪০টি শেয়ারে ১টি করে নুতন শেয়ার পাবেন।

আগামী ২৫ অগাস্ট সাধারণ সভায় অনুমোদন পেলে এই লভ্যাংশ দেওয়া হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ৫ অগাস্ট।

মাইডাস ফাইন্যান্সিং এর শেয়ার বুধবার ঢাকার পুঁজিবাজারে ১০ টাকা ৩০ পয়সায় লেনদেন হচ্ছিল।

২০১৯ অর্থ বছরে মাইডাস ফাইন্যান্সিং শেয়ার প্রতি মুনাফা করেছে ৬৮ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ১১ টাকা ৩৮ পয়সা।

নতুন অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে প্রতি শেয়ারে ১২ পয়সা মুনাফা দেখিয়েছে এ কোম্পানি। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৩০ পয়সা।

জেনেক্স ইনফোসিস লিমিটেড

আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড ২০২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ১ টাকা ২২ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৮১ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, যা আগে ১ টাকা ৬২ পয়সা মুনাফা ছিল।