প্রথম প্রান্তিকে ভালো মুনাফা করেছে অধিকাংশ ব্যাংক

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২১টি বছরের প্রথম তিন মাসে আগের তুলনায় ভালো মুনাফা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2020, 03:29 PM
Updated : 13 July 2020, 03:29 PM

তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৯টি সোমবার পর্যন্ত তাদের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত মুনাফা দেখিয়েছে।

এতে দেখা যায়, আগের বছরের একই সময় থেকে মুনাফা বেশি করেছে ২১টি, মুনাফা অপরিবর্তিত দেখিয়েছে ১টি এবং মুনাফা কম করেছে ৭টি। 

আগের বছরের তুলনায় ২০০ শতাংশের বেশি মুনাফা বেড়েছে দুটি ব্যাংকের। এর মধ্যে ওয়ান ব্যাংকের মুনাফা বেড়েছে ২৬১ শতাংশ এবং স্টান্ডার্ড ব্যাংকের মুনাফা বেড়েছে ২৪৫ শতাংশ।

আগের বছরের তুলনায় ১০০ শতাংশের বেশি কিন্তু ২০০ শতাংশের কম মুনাফা বেড়েছে চারটি ব্যাংকের।

এর মধ্যে সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ১২৮ শতাংশ, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংকের মুনাফা বেড়েছে ১১০ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের মুনাফা বেড়েছে ১০৭ শতাংশ, যমুনা ব্যাংকের মুনাফা বেড়েছে ১০৩ শতাংশ।

আগের বছরের তুলনায় ৫০ শতাংশের বেশি কিন্তু ১০০ শতাংশের কম মুনাফা বেড়েছে তিনটি ব্যাংকের।

এর মধ্যে ব্যাংক এশিয়ার মুনাফা বেড়েছে ৯৭ শতাংশ, উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ।

আগের বছরের তুলনায় ২০ শতাংশের বেশি কিন্তু ৫০ শতাংশের কম মুনাফা বেড়েছে ছয়টি ব্যাংকের।

এর মধ্যে ট্রাস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ, ঢাকা ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৬ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ২৮ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ২৭ শতাংশ।

আগের বছরের তুলনায় ২০ শতাংশের নিচে মুনাফা বেড়েছে ছয়টি ব্যাংকের।

এর মধ্য প্রিমিয়ার ব্যাংকের মুনাফা বেড়েছে ১৬ শতাংশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৬ শতাংশ, প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ, আইএফআইসি ব্যাংকের মুনাফা বেড়েছে ১২ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ, পূবালী ব্যাংকের মুনাফা বেড়েছে ৫ শতাংশ।

সিটি ব্যাংকের মুনাফা অপরিবর্তিত রয়েছে।

আগের বছরের তুলনায় মুনাফা কম করেছে ৭টি ব্যাংক।

এর মধ্যে ইস্টার্ন ব্যাংকের মুনাফা কমেছে ৩ শতাংশ, রূপালী ব্যাংকের মুনাফা কমেছে ৪ শতাংশ, এ বি ব্যাংকের মুনাফা কমেছে ১০ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মুনাফা কমেছে ১১ শতাংশ, ব্র্যাক ব্যাংকের মুনাফা কমেছে ৩২ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের মুনাফা কমেছে ৪৪ শতাংশ এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংকের মুনাফা কমেছে ৮৪ শতাংশ।

তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে মুনাফা দেখায়নি ইসলামী ব্যাংক।

বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা ৬০টি। এর মধ্যে সরকারি ব্যাংক ৬টি, সরকারি বিশেষায়িত ব্যাংক ৩টি, বেসরকারি ব্যাংক ৪২টি এবং বিদেশি ব্যাংক ৯টি।