শেয়ারের মূল্যসূচকে বিপরীতমুখী প্রবণতা

সপ্তাহের দ্বিতীয় দিন বাংলাদেশের দুই শেয়ারবাজারে শেয়ারের মূল্যসূচকের বিপরীতমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2020, 10:18 AM
Updated : 13 July 2020, 10:18 AM

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন। ঠিক তার উল্টো চিত্র ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ কমে ৪ হাজার ৮৯ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৫০ দশমিক ৮৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ দশমিক ০৭ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন বেড়ে ৩৭৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের কর্মদিবসে ছিল ৩৪৬ কোটি ৯৬ লাখ টাকা।

লেনদেনে থাকা ৩৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১২৭টির। আর অপরিবর্তিত রয়েছে ১৬৪টির দর।

সোমবার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬০৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে দশমিক ০৫ শতাংশ বেশি।

সিএসইতে ১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৫ কোটি ৩৬ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২০১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির দর।