পুঁজিবাজারে বন্ড ছাড়তে চাইছে আমরা নেটওয়ার্কস

আইটি খাতে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কস পুঁজিবাজারে বন্ড ছেড়ে টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 05:38 PM
Updated : 12 July 2020, 05:38 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

আমরা নেটওয়ার্কস পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে বন্ড ছাড়ার বিষয়ে অনুমতি চাইবে। তা পেলে তারা বন্ড ছেড়ে টাকা তুলতে পারবে।   

আমরা নেটওয়ার্কস বলছে, তারা জিরো কুপন বন্ড ছেড়ে ৫ বছরের জন্য টাকা নেবে। অর্থাৎ বন্ডের মেয়াদ হবে ৫ বছর।

জিরো কুপন বন্ডে মেয়াদ শেষে সুদ এবং আসল টাকা ফেরত দেওয়া হয়। জিরো কুপন বন্ডটি বাট্টায় আমরা নেটওয়ার্কস ছাড়বে এবং ৫ বছর শেষে একজন বিনিয়োগকারী প্রতিটি বন্ড থেকে সুদে আসলে মোট ১০০০ টাকা পাবেন এজন্য একজন বিনিয়োগকারী আমরা নেটওয়ার্কসকে এক হাজার টাকার কম দেবেন।   

মেয়াদ শেষে আমরা নেটওয়ার্কস মোট ১০০ কোটি টাকা দেবে বিনিয়োগকারীদের।

সেজন্য আমরা নেটওয়ার্কস পুঁজিবাজার থেকে কত টাকা তুলতে পারবে, সেটা নির্ভর করবে বছরে কত শতাংশ সুদ ধরা হচ্ছ।

আমরা নেটওয়ার্কস লিমিটেড ২০০১ সালে ব্যবসা শুরু করেছে।

ইন্টারনেট সেবার পাশাপাশি ভিডিও কনফারেন্সিং, ডেটা সেন্টার সলিউশন, নেটওয়ার্ক স্থাপনের সেবাও দিয়ে থাকে তারা।

আমরা নেটওয়ার্কস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৭ সালে। 

২০১৯ অর্থবছরে তারা মুনাফা করেছে ২১ কোটি ২০ লাখ টাকা। ২০১৯ সালে তারা বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ স্টক লভ্যাংশ এবং ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

ঢাকার পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ার সংখ্যা ৫ কোটি ৬২ লাখ ২৩ হাজার ৬৮২টি।

এই শেয়ারের ৩৩ দশমিক ০৪ শতাংশ আছে উদ্যোক্তাদের হাতে। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২৮ দশমিক ০৯ শতাংশ। বিদেশি বিনিয়োগকারীদের হাতে আছে ১৫ দশমিক ৯৮ শতাংশিএবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ২২ দশমিক ৮৯ শতাংশ শেয়ার।