প্রাইম ব্যাংকের এজিএমে ১৩.৫০% নগদ লভ্যাংশ অনুমোদন

বাংলাদেশের পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক তাদের বার্ষিক সাধারণ সভায় শেয়ারধারীদের জন্য ১৩ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2020, 04:38 PM
Updated : 9 July 2020, 04:38 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত বছরের জন্য প্রাইম ব্যাংক এই লভ্যাংশ অনুমোদন দিয়েছে।

এর আগে গত মে মাসে প্রাইম ব্যাংক শেয়ার হোল্ডারদের জন্য ১৩ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ‍সুপারিশ করেছিল।

করোনাভাইরাস মহামারীর মধ্যে বৃহস্পতিবার অনলাইনে এ কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভা হয়।

পরিচালনা পর্ষদের বিভিন্ন কমিটির সদস্য, নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ৪০০ জন শেয়ারহোল্ডার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় অংশ নেন।

প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তানজিল চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ফয়সাল রহমান এবং কোম্পানি সেক্রেটারি এজিএম এ অংশ নেন।