বাটার লভ্যাংশে মহামারীর ধাক্কা

বাটা সু কোম্পানি বাংলাদেশ ২০১৯ সালে শেয়ারধারীদের জন্য লভ্যাংশ নগদ ১২৫ শতাংশই রাখল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2020, 12:49 PM
Updated : 9 July 2020, 12:49 PM

এই কোম্পানি শেয়ারধারীদের নিয়মিত ৩০০ শতাংশর উপরে লভ্যাংশ দিয়ে আসছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীতে তারা এবার লভ্যাংশ বাড়াতে পারেনি। ফলে ২০১৯ সালে নতুন করে আর কোনো লভ্যাংশ পাচ্ছেন না বাটার শেয়ারধারীরা।

বাটা বছরে সাধারণত দুইবার লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে মধ্যবর্তী সময়ে ১২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে সেই টাকা দিয়েও দিয়েছে কোম্পানিটি।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ট্যানারি খাতে তালিকাভুক্ত বাটা সুর নতুন লভ্যাংশ ঘোষণা না করার তথ্য জানানো হয়।

আগামী ১০ সেপ্টেম্বর কোম্পানির সাধারণ সভা। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ২৯ জুলাই।

বাটা শেয়ার বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে ৬৯৩ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছিল।

২০১৯ অর্থবছরে শেয়ার প্রতি ৩৬ টাকা ১১ পয়সা মুনাফা করেছে বাটা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ৩৬৪ টাকা ৬৫ পয়সা।

২০২০ অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে তাদের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৩ টাকা ২৬ পয়সা।