দর বৃদ্ধিতে সপ্তাহ শেষ করল পুঁজিবাজার

সপ্তাহের শেষ দিন সূচক এবং লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2020, 10:49 AM
Updated : 9 July 2020, 10:49 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ বেড়ে চার হাজার ৬১ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৩৪৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২৩১ কোটি পাঁচ লাখ টাকা।

দেমের প্রধান এই পুঁজিবাজারে এদিন লেনদেন হয়েছে ৩৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৪৫টির। আর অপরিবর্তিত রয়েছে ২০১টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৮ দশমিক ৯৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৬৯ দশমিক ৩৬ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৮৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫৩৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭৭ শতাংশ বেশি।

সিএসইতে ১৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫ কোটি ২২ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ১৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৮টির দর।

তিন মাস পর বুধবার থেকে পুঁজিবাজারে আবার ৪ ঘণ্টা লেনদেন হচ্ছে।