ডাচ-বাংলা ব্যাংকের ২৫% লভ্যাংশ অনুমোদন

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক তাদের বার্ষিক সাধারণ সভায় শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ স্টক এবং ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2020, 04:53 PM
Updated : 8 July 2020, 04:53 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে গত মার্চে ডাচ-বাংলা ব্যাংক শেয়ার হোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছিল। পরে মে মাসে বাংলাদেশে ব্যাংক এক সার্কুলারে ব্যাংকগুলোর নগদ লভ্যাংশ ঘোষণার সীমা বেঁধে দেয়। পরে লভ্যাংশ পরিবর্তন করে ডাচ-বাংলা ব্যাংক।  

করোনাভাইরাস মহামারীর মধ্যে বুধবার সকাল ১১টায় অনলাইনে কোম্পানিটির ২৪তম বার্ষিক সাধারণ সভা হয়।

সাধারণ সভায় সভাপতিত্বে করেন ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ।

সভায় শেয়ারহোল্ডাররা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেন।

সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখ অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উত্থাপন করা হয়।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩৬ কোটি টাকা, যা আগের বছর ছিল ৩৪ হাজার ৬৪৭ কোটি টাকা। প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ১২ দশমিক ৭ শতাংশ।

২০১৯ সালে ব্যাংকটি ২৫ হাজার ৬২৪ কোটি টাকা ঋণ দিয়েছে। ডিপোজিট হয়েছে ৩০ হাজার ২১৬ কোটি টাকা।

ব্যাংক ২০১৯ সালে ট্যাক্স পূর্ববর্তী নিট মুনাফা অর্জন করে ৭৪৪ কোটি টাকা। শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৮ টাকা ৭০ পয়সা।

সভায় ব্যাংকের পরিচালক হিসেবে সায়েম আহমেদ, আবেদুর রশীদ খান এবং ট্যাং ইয়েন হা আদা এর পুনঃনিয়োগ অনুমোদন কর হয়।

স্বতন্ত্র পরিচালক হিসেবে ইকরামুল হক এবং মো. সেলিমের নিয়োগও অনুমোদন করা হয়।

সভায় ২০২০ সালের জন্য কোম্পানির নিরীক্ষক হিসেবে মেসার্স হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে মেসার্স এ কাসেম অ্যান্ড কোং এর নিয়োগ অনুমোদন করা হয়।