মবিল যমুনার মুনাফার তথ্য প্রকাশ

বাংলাদেশের পুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত কোম্পানি মবিল যমুনা বাংলাদেশ তাদের তৃতীয় প্রন্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2020, 07:22 AM
Updated : 7 July 2020, 07:22 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

মবিল যমুনা ২০১৯-২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ১ টাকা ৮১ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ১ টাকা ৫১ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৪ টাকা ৯২ পয়সা, যা আগে ৪ টাকা ৩৩ পয়সা মুনাফা ছিল।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে নগদ প্রবাহ হয়েছে ১১ টাকা ২৫ পয়সা, যা আগের এই সময় ছিল ৫ টাকা ০২ পয়সা ছিল।

নয় মাসে তাদের প্রতি শেয়ারে সম্পদ মূল্য হয়েছে ৩৬ টাকা ৬ পয়সা, যা আগের এই সময় শেয়ারে সম্পদ মূল্য ছিল ৩৫ টাকা ৬৪ পয়সা ছিল।

মবিল যমুনা বাংলাদেশের শেয়ার মঙ্গলবার ঢাকার পুঁজিবাজারে ৬৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হচ্ছিল।