সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2020, 09:28 AM
Updated : 6 July 2020, 09:28 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৯৪ দশমিক ৬৫ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন ১৫০ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৭৩ কোটি ৪০ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হয়েছে ২৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির; কমেছে ২৩টির; অপরিবর্তিত রয়েছে ২১৬টির দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৩২ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৩৮ পয়েন্ট হয়েছে, যা আগের দিনের চেয়ে দশমিক ২৯ শতাংশ বেশি।

সিএসইতে ৮৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৮৯ কোটি ৩৩ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হয়েছে ১১৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির দর।