সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের শুরুর দিন সূচক কমেছে বাংলাদেশের দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2020, 09:51 AM
Updated : 5 July 2020, 09:51 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ কমে ৩ হাজার ৯৮১ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৭৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৮১ কোটি ১৮ লাখ টাকা।

বাজারে হাতবদল হয়েছে ২৮০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, আর কমেছে ৩৬টির। আর অপরিবর্তিত রয়েছে ২১৪টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২১ দশমিক ০৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩৬ দশমিক ১২ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৫ দশমিক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩০৫ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১৩ শতাংশ কম।

সিএসইতে ৮৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২ কোটি ৩২ লাখ টাকা।

চট্টগ্রামের বাজারে হাতবদল হওয়া ১০০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।