সূচক, লেনদেন কমেছে পুঁজিবাজার

সপ্তাহের শেষ দিন সূচক ও লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2020, 10:24 AM
Updated : 2 July 2020, 10:24 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ০৫ শতাংশ কমে ৩ হাজার ৯৮৬ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৮১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৫৫৫ কোটি ৭১ লাখ টাকা।

পঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের শর্ত শিথিল করে ‘লক ইন পিরিয়ডের’ মেয়াদ তিন বছর থেকে কমিয়ে এক বছর করার খবরের মধ্যে আগের দিন ঢাকার বাজারে ৫০০ কোটি টাকার উপর লেনদেন হয়।

ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, আর কমেছে ৩৬টির। আর অপরিবর্তিত রয়েছে ২১৩টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২২ দশমিক ১০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩৯ দশমিক ৪৯ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১১ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩২১ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১০ শতাংশ কম।

সিএসইতে ২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২২৬ কোটি ১৭ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ১২৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির দর।