গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের লভ্যাংশ অনুমোদন

বিমা খাতে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারধারীদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ এবং ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2020, 06:04 PM
Updated : 1 July 2020, 06:04 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত বছরের জন্য গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এই লভ্যাংশ অনুমোদন দিয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ এবং ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ‍সুপারিশ করেছিল।

করোনাভাইরাস মহামারীর মধ্যে মঙ্গলবার অনলাইনে কোম্পানিটির ৩৪ তম বার্ষিক সাধারণ সভা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রথম বিমা খাতের কোনো প্রতিষ্ঠান অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের এজিএম সম্পন্ন করল।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল হাফিজ চৌধুরী।

কোম্পানির প্রবৃদ্ধির জন্য সবসময় সমর্থন ও সহযোগিতার জন্য তিনি শেয়ার হোল্ডারদের ধন্যবাদ জানান।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী বর্তমান সঙ্কটময় পরিস্থিতিতে নিরলসভাবে শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টার জন্য সব কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।