৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে এবি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2020, 04:20 AM
Updated : 30 June 2020, 04:20 AM

৩১ ডিসেম্বর ২০১৯ অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানানো হয়েছে।

২২ সেপ্টেম্বর সাধারণ সভায় অনুমোদন পেলে এই লভ্যাংশ দেওয়া হবে। তাতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ২০টি শেয়ারে বিনিয়োগকারীরা ১টি করে নতুন শেয়ার পাবেন। রেকর্ড ডেট আগামী ১০ অগাস্ট।

এবি ব্যাংকের শেয়ার সোমবার ঢাকার পুঁজিবাজারে ৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছিল।

২০১৯ অর্থবছরে এবি ব্যাংক শেয়ার প্রতি মুনাফা দেখিয়েছে ১৬ পয়সা; শেয়ার প্রতি সম্পদ মূল্য ৩১ টাকা ৬৯ পয়সা।

২০২০ অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের যে আর্থিক বিবরণী এবি ব্যাংক প্রকাশ করেছে, তাতে প্রতি শেয়ারে ৯ পয়সা মুনাফা দেখানো হয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ১০ পয়সা।

এবি ব্যাংক বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৩ সালে। বর্তমানে এ শেয়ার ঢাকার পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত।

এবি ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৭৫ কোটি ৮১ লাখ ৩০ হাজার ৩১৬টি। এর মধ্যে ২৯ দশমিক ২৫ শতাংশ আছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। দশমিক ৫৭ শতাংশ আছে সরকারের হাতে। ৩৪ দশমিক ২৪ শতাংশ আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে।

বিদেশিদের হাতে ১ দশমিক ০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হতে ৩৪ দশমিক ৯১ শতাংশ শেয়ার আছে।