১২ কোম্পানির আর্থিক বিবরণী প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২টি কোম্পানি তাদের তৃতীয় প্রন্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2020, 04:00 PM
Updated : 29 June 2020, 04:00 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ন্যাশনাল টিউব

প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউব তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৩ পয়সা লোকসান করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের লোকসান ছিল ৪ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ২৩ পয়সা, যা আগে ৮৭ পয়সা লোকসান।

সোনারগাঁও টেক্সটাইল

বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁও টেক্সটাইল তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৪ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৫৯ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৩৭ পয়সা, যা আগে ৮৮ পয়সা লোকসান।

প্যাসিফিক ডেনিমস

বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ১১ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৩৪ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৭১ পয়সা, যা আগে ১ টাকা ২ পয়সা মুনাফা।

জেমিনি সি ফুডস

খাদ্য খাতের কোম্পানি জেমিনি সি ফুডস তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৫ টাকা ৩৪ পয়সা লোকসান করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের লোকসান ছিল ৩২ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে লোকসান হয়েছে ৪ টাকা ৭৪ পয়সা, যা আগে ছিল ৬২ পয়সা মুনাফা।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ২৪ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের লোকসান ছিল ৩৯ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ১৯ পয়সা, যা আগে ছিল ১ টাকা ৩৭ পয়সা মুনাফা।

বিডি থাই এলুমিনিয়াম

প্রকৌশল খাতের কোম্পানি বিডি থাই এলুমিনিয়াম তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৬ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের লোকসান ছিল ১৬ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১৬ পয়সা, যা আগে ছিল ৪৯ পয়সা মুনাফা।

তিতাস গ্যাস

জ্বালানি খাতের তিতাস গ্যাস তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৪৯ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৭৩ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ২ টাকা ১১ পয়সা, যা আগে ছিল ২ টাকা ৮৭ পয়সা মুনাফা।

সুহৃদ ইন্ডাস্ট্রিজ

প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাস্ট্রিজ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ১১ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৪৪ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ৮৯ পয়সা, যা আগে ছিল ১ টাকা ৭ পয়সা মুনাফা।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ

বিবিধ খাতের সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৪২ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৬৫ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ১৩ পয়সা, যা আগে ছিল ১ টাকা ৩৪ পয়সা মুনাফা।

এরামিট লিমিটেড

বিবিধ খাতের এরামিট লিমিটেড তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৪২ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৮০ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ৪৮ পয়সা, যা আগে ছিল ২ টাকা ৪৬ পয়সা মুনাফা।

এরামিট সিমেন্ট

সিমেন্ট খাতের এরামিট সিমেন্ট তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ১ টাকা ১৮ পয়সা লোকসান করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের লোকসান ছিল ৮৪ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে লোকসান হয়েছে ৩ টাকা ৮৭ পয়সা, যা আগে ছিল ৪ টাকা ৭৯ পয়সা লোকসান।

ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং

বস্ত্র খাতের ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ২৩ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ২৫ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৩৪ পয়সা, যা আগে ছিল ৮৫ পয়সা মুনাফা।