দুটি মিউচুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি মিউচুয়াল ফান্ড তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2020, 03:49 PM
Updated : 29 June 2020, 03:49 PM

মিউচুয়াল ফান্ড দুটি হচ্ছে গ্রামীণ ওয়ান : স্কিম ২ এবং রিলায়েন্স ওয়ান।

সোমবার ফান্ড দুটোর সম্পদ ব্যবস্থাপকের পক্ষ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানানো হয়।

দুটি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে এইমস অব বাংলাদেশ।      

গ্রামীণ ওয়ান : স্কিম ২

গ্রামীণ ওয়ান : স্কিম ২ মিউচুয়াল ফান্ড তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি ইউনিটে ৩১ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি ইউনিটে তাদের মুনাফা ছিল ১৭ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি ইউনিটে মুনাফা হয়েছে ৬৮ পয়সা, যা আগে ৫৮ পয়সা ছিল।

রিলায়েন্স ওয়ান

রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি ইউনিটে ৪ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি ইউনিটে তাদের মুনাফা ছিল ৮ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি ইউনিটে মুনাফা হয়েছে ২২ পয়সা, যা আগে ৪৩ পয়সা ছিল।