সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2020, 10:09 AM
Updated : 29 June 2020, 10:09 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৮১ দশমিক ৬৪ পয়েন্ট হয়েছে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে হয়েছে ১১ হাজার ৩০৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে দশমিক ২২ শতাংশ বেশি।

ডিএসইতে সোমবার ১৫৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকা। রোববার এ বাজারে প্রায় সাড়ে নয় বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়।

সিএসইতে এদিন ৭৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৫১ কোটি ৮৩ লাখ টাকা।

ঢাকার বাজারে লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১৯টির, আর অপরিবর্তিত রয়েছে ২৩৯টির দর।

চট্টগ্রামে লেনদেন হয়েছে ১৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টির দর।