বেড়েছে সূচক-লেনদেন

সপ্তাহের শেষ দিন সূচক এবং লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2020, 08:43 AM
Updated : 25 June 2020, 08:43 AM

বৃহস্পতিবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে চার দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে তিন হাজার ৯৬৯ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই পাঁচ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৬২ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ০৫ শতাংশ বেশি।

ডিএসইতে বৃহস্পতিবার ৬৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৪ কোটি ১৪ লাখ টাকা।

সিএসইতে ৯৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১১ কোটি ৬১ লাখ টাকা।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে বৃহস্পতিবার ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৯ দশমিক ৫০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৩০ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ১৬টির। আর অপরিবর্তিত রয়েছে ২২০টির দর।

সিএসইতে লেনদেন হয়েছে ১১১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির দর।