লাভ-ক্ষতির তথ্য দিল আট কোম্পানি

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানি তাদের বিভিন্ন প্রন্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2020, 02:14 PM
Updated : 23 June 2020, 02:14 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বেক্সিমকো সিনথেটিকস 

বস্ত্র খাতের কোম্পানি বেক্সিমকো সিনথেটিকস তাদের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৬৫ পয়সা লোকসান করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের লোকসান ছিল ৮১ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে লোকসান হয়েছে ২ টাকা ৫ পয়সা, যা আগে লোকসান ছিল ২ টাকা ৫৩ পয়সা।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ  

খাদ্য খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ২ টাকা ৪৭ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ২ টাকা ৩৭ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৭ টাকা ৭৩ পয়সা, যা আগে মুনাফা ছিল ৬ টাকা ৯৭ পয়সা।

দি সিটি ব্যাংক

ব্যাংক খাতের সিটি ব্যাংক তাদের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৭৫ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৭৫ পয়সা।

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ

ব্যাংক খাতের কোম্পানি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ তাদের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৪ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ২৫ পয়সা।

শাইনপুকুর সিরামিকস লিমিটেড ঢাকা

সিরামিকস খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেড তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৫ পয়সা লোকসান করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৯ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ পয়সা, যা আগে ৩০ পয়সা ছিল।

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি

বিবিধ খাতের বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ১২ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৪২ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৬৬ পয়সা, যা আগে মুনাফা ছিল ১ টাকা ২১ পয়সা।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড

ওষুধ খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ২ টাকা ২২ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ১ টাকা ৮৪ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৬ টাকা ৪৮ পয়সা, যা আগে মুনাফা ছিল ৫ টাকা ৫১ পয়সা।

শাহজিবাজার পাওয়ার কোম্পানি

জ্বালানি খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ১ টাকা ১৮ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ১ টাকা ৪৭ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা, যা আগে ছিল ৩ টাকা ৪৭ পয়সা।