মিশ্র সূচকে লেনদেন পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের মূল্য সূচক সামান্য কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2020, 09:11 AM
Updated : 22 June 2020, 09:11 AM

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক ০২ শতাংশ কমে ৩ হাজার ৯৬২ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে রোববার ৫১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩৮ কোটি ৬২ লাখ টাকা।

সিএসই প্রধান সূচক সিএএসপিআই ৪ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৫৫ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ০৪ শতাংশ বেশি।

সিএসইতে ৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৯ কোটি ২৩ লাখ টাকা।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে সোমবার ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৮ দশমিক ৭৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২৬ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, আর কমেছে ১৫টির। আর অপরিবর্তিত রয়েছে ২১৮টির দর।

সিএসইতে লেনদেন হয়েছে ৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির দর।