১৫টি কোম্পানি, এক মিউচুয়াল ফান্ডের লাভ-ক্ষতির হিসাব

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১৫টি কোম্পানি ও একটি মিউচুয়াল ফান্ড জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2020, 01:33 PM
Updated : 21 June 2020, 01:41 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে শেয়ারগুলোর মার্চ পর্ন্ত তিন মাস ও নয় মাসের লাভ-ক্ষতির হিসাব দেওয়া হয়েছে।

ফার্সট সিকিউরিটি ইসলামী ব্যাংক

ব্যাংকিং খাতের ফার্সট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রতি শেয়ারে ৭২ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৫৪ পয়সা।

তাকাফুল ইসলামী ইন্সুরেন্স

বীমা খাতের তাকাফুল ইসলামী ইন্সুরেন্স প্রতি শেয়ারে ৩৭ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ২৭ পয়সা।

ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড

ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স প্রতি শেয়ারে ১৬ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৩৮ পয়সা।

জিল বাংলা সুগার মিলস লিমিটেড

খাদ্য খাতের কোম্পানি জিল বাংলা সুগার মিলস প্রতি শেয়ারে ৯ টাকা ২২ পয়সা লোকসান করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের লোকসান ছিল ২২ টাকা ৭২ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে লোকসান হয়েছে ৪৪ টাকা ৭২ পয়সা, যা আগে লোকসান ছিল ৫৮ টাকা ৯৯ পয়সা।

আমরা টেকনোলজিস

আইটি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস প্রতি শেয়ারে ১৭ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ২০ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ১৭ পয়সা, যা আগে ছিল ১ টাকা ১৩ পয়সা

আমরা নেটওয়ার্কস

আইটি খাতের কোম্পানি আমরা আমরা নেটওয়ার্কস প্রতি শেয়ারে ৯৮ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৯১ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ২ টাকা ৬৭ পয়সা, যা আগে ছিল ২ টাকা ৮৯ পয়সা

ভিএফএস থ্রেড ডাইং

বস্ত্র খাতের কোম্পানি আমরা ভিএফএস থ্রেড ডাইং প্রতি শেয়ারে ৩৯ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৬১ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, যা আগে ছিল ১ টাকা ৬৪ পয়সা

এপেক্স ট্যানারি

ট্যানারি খাতের কোম্পানি এপেক্স ট্যানারি প্রতি শেয়ারে ১০ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৬ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৭৭ পয়সা, যা আগে ছিল ৬৫ পয়সা।

নাভানা সিএনজি

প্রকৌশল খাতের কোম্পানি নাভান সিএনজি প্রতি শেয়ারে ২৪ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৪২ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৮২ পয়সা, যা আগে ছিল ১ টাকা ২৫ পয়সা।

এপেক্স ফুটওয়ার

ট্যানারি খাতের কোম্পানি এপেক্স ফুটওয়ার প্রতি শেয়ারে ১ টাকা ১৬ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ২ টাকা ৩০ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৬ টাকা ৩৪ পয়সা, যা আগে ছিল ৮ টাকা ৩৩ পয়সা।

আফতাব অটোমোবাইলস

প্রকৌশল খাতের কোম্পানি আফতাব অটোমোবাইলস প্রতি শেয়ারে ১১ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৪১ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৫৮ পয়সা, যা আগে ছিল ১ টাকা ৪১ পয়সা।

বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক

প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক প্রতি শেয়ারে ৫ পয়সা লোকসান করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৩১ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৪১ পয়সা, যা আগে ছিল ৯৬ পয়সা।

ফু-ওয়াং ফুডস লিমিটেড

খাদ্য খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেড তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ১০ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ২৭ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৫৩ পয়সা, যা আগে ছিল ৬৭ পয়সা।

গোল্ডেন সন

প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন প্রতি শেয়ারে ৪৬ পয়সা লোকসান করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের লোকসান ছিল ২১ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে লোকসান হয়েছে ৮৯ পয়সা, যা আগে লোকসান ছিল ৭৫ পয়সা।

এম আই সিমেন্ট (ক্রাউন সিমেন্ট)

এম আই সিমেন্ট প্রতি শেয়ারে ২৯ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ২৯ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে লোকসান হয়েছে ১ টাকা ৬০ পয়সা, যা আগে মুনাফা ছিল ১ টাকা ৭ পয়সা।

এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড

মিউচুয়াল ফান্ড খাতের এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড প্রতি শেয়ারে ৩৯ পয়সা লোকসান করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৩১ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে লোকসান হয়েছে ১ টাকা ২১ পয়সা, যা আগে ছিল ৭০ পয়সা।