পুঁজিবাজারে লেনদেনের সময় পরিবর্তন

পুঁজিবাজারে লেনদেনের সময় পরিবর্তন করে সকাল ১০টা থেকে বেলা ১টা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2020, 12:58 PM
Updated : 17 June 2020, 12:58 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

করোনাভাইরাস মহামারীর কারণে দুই মাস বন্ধ থাকার পর পুঁজিবাজার চালু হওয়ার পর সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত লেনদেন চলছিল।

তা পরিবর্তনের কারণ হিসেবে ব্যাংক লেনদেনের সময় পরিবর্তনকে দেখান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নতুন করে এলাকাভিত্তিক লকডাউনে যাচ্ছে সরকার। রেড জোন হিসেবে চিহ্নিত ব্যাংকের লেনদেনের সময় কমিয়ে আনা হয়েছে।

ছানাউল হক বলেন, “পুঁজিবাজারের লেনদেন ব্যাংকের সঙ্গে সম্পর্কিত। যেহেতু ব্যাংকের লেনদেনের সময় পরিবর্তন করা হয়েছে, তাই আমরা ডিউরেশনটি ঠিক রেখে লেনদেনের সময় পরিবর্তন করে দিয়েছি।”

সাধারণ সময়ে সকাল সাড়ে ১০টা থেকে আড়াইটা চার ঘণ্টা লেনদেন হত দেশের পুঁজিবাজারে।