ডিএসইর ৩ কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত তিনটি কোম্পানি বিভিন্ন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2020, 10:36 AM
Updated : 17 June 2020, 10:36 AM

এগুলো হলো- জেনিটেক্স ইন্ডাস্ট্রিজ, রেনউইক যজ্ঞেস্বর ও যমুনা ব্যাংক। এর মধ্যে যমুনা লভ্যাংশও ঘোষণা করেছে।

ডিএসইর ওয়েবসাইটে বুধবার তিন কোম্পানির ঘোষণা প্রকাশ করা হয়েছে।

জেনিটেক্স ইন্ডাসট্রিজ

বস্ত্র খাতের কোম্পানি জেনিটেক্স ইন্ডাসট্রিজ তাদের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ১ টাকা ৩৩ পয়সা লোকসান করেছে। আগের বছর এই সময় প্রতি শেয়ারে তাদের লোকসান ছিল ৮৬ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে লোকসান হয়েছে ২ টাকা ২২ পয়সা, যা আগে ছিল ১ টাকা ৩৭ পয়সা লোকসান।

রেনউইক যজ্ঞেস্বর

প্রকৌশল খাতের কোম্পানি রেনউইক যজ্ঞেস্বর তাদের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৮৮ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৪৯ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ২ টাকা ৫৯ পয়সা, যা আগে ছিল ৩ টাকা ৫২ পয়সা মুনাফা।

যমুনা ব্যাংক

ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক তাদের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ১ টাকা ৪২ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৭০ পয়সা।

ব্যাংকটি ২০১৯ সালের জন্য শেয়ারহোল্ডারদের নগদ ১৫ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে। এর রেকর্ড ডেট ২০ জুলাই।