লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

শেয়ারের মূল্য সূচক সামান্য বৃদ্ধির পাশাপাশি সপ্তাহের চতুর্থ দিন বাংলাদেশের পুঁজিবাজারে লেনদেনও বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2020, 09:19 AM
Updated : 17 June 2020, 09:19 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ০৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৬১ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে বুধবার ৮৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৬৫ কোটি ৩০ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৫৯ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১৪ শতাংশ বেশি।

সিএসইতে ৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১ কোটি ৭০ লাখ টাকা।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে বুধবার ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৫ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, আর কমেছে ১৯টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩২টির দর।

সিএসইতে লেনদেন হয়েছে ৮২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর।