যোগ-বিয়োগের পর সিএসই শরিয়া সূচকে ১৩২ কোম্পানি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শরিয়াহ্ সূচক সংশোধন করে নতুন ১৫টি কোম্পানিকে যুক্ত করার পাশাপাশি নয়টিকে বাদ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2020, 03:45 PM
Updated : 16 June 2020, 03:45 PM

যুক্ত কোম্পানিগুলো হলো- এসিআই ফরমুলেশনস, এডিএন টেলিকম, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্, কপারটেক ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ওইমক্সে ইলকেট্রোড, রংপুর ফাউন্ড্রি, রিং সাইন টেক্সটাইল, রানার অটোমোবাইলস, এসএস স্টিল, সাইয়াম কটন মিলস, সিলকো ফার্মাসিউটিক্যালস ও সামিট এলায়েন্স পোর্ট।

বাদ পড়া কোম্পানিগুলো হলো- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই,ন্যাশনাল টি কোম্পানি, বিডিকিম অনলাইন, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, আর এন স্পিনিং মিলস্, স্কয়ার টেক্সটাইলস ও শাশা ডেনিমস।

মঙ্গলবার সিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ্ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। সংশোধনের পর এ সূচকে মোট কোম্পানির সংখ্যা ১৩২টিতে দাড়াল।