৫ কোম্পানির মুনাফার তথ্য প্রকাশ

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানি তাদের বিভিন্ন প্রান্তিকের মুনাফার তথ্য প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2020, 01:49 PM
Updated : 16 June 2020, 01:49 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ইস্টার্ন লুব্রিকেন্ট

বিদুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্ট তাদের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৩ টাকা ৭১ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় প্রতি শেয়ারে তাদের লোকসান ছিল ৯১ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৬ টাকা ৯ পয়সা, যা আগে ছিল ২ টাকা ৮ পয়সা

শাশা ডেনিমস লিমিটেড

বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস তাদের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ১৩ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ১ টাকা ৫৫ পয়সা।

জুলাই-মার্চ সময়ে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ২১ পয়সা, যা আগে ছিল ৩ টাকা ৫৮ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড

ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক তাদের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৫৮ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৫৫ পয়সা।

দেশ গার্মেন্টস লিমিটেড

বস্ত্র খাতের দেশ গার্মেন্টস তাদের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ১৫ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় প্রতি শেয়ারে তাদের লোকসান ছিল ৯৪ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ২৪ পয়সা, যা আগে ছিল ১ টাকা ৬২ পয়সা।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড

বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম তাদের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৫ টাকা ৯৭ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৫ টাকা ৯১ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১৯ টাকা ৭২ পয়সা, যা আগে ছিল ২১ টাকা ৫৩ পয়সা।