সূচক সামান্য বেড়েছে পুঁজিবাজারে

বাজেট ঘোষণার দিন সূচক সামান্য বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2020, 08:54 AM
Updated : 11 June 2020, 08:54 AM

বৃহস্পতিবার বিকালে অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করবেন।

এদিন দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ০১ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৬৭ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে বুধবার ৫১ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৯ কোটি ৪৪ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই 8 দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৬৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ০৭ শতাংশ বেশি।

সিএসইতে ১২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২ কোটি ২১ লাখ টাকা।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে বৃহস্পতিবার ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৫৬ পয়েন্ট কম অবস্থান করছে ১ হাজার ৩৩১ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ২৮১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, আর কমেছে ১৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩৯টির দর।

সিএসইতে লেনদেন হয়েছে ১০৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির দর।