৫ কোম্পানির প্রতিবেদন প্রকাশ, ১ কোম্পানির লভ্যাংশ

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানি তাদের বিভিন্ন প্রন্তিকের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, এর মধ্যে একটি কোম্পানি ঘোষণা করেছে লভ্যাংশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2020, 12:34 PM
Updated : 10 June 2020, 12:34 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এসব ঘোষণার তথ্য জানানো হয়েছে।

এসিআই লিমিটেড

ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড তাদের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৫ টাকা ২৯ পয়সা লোকসান দেখিয়েছে। আগের বছর এই সময় প্রতি শেয়ারে তাদের লোকসান ছিল ৫ টাকা ৫৫ পয়সা।

বছরের ৯ (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে লোকসান হয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা, যা আগে ছিল ৫ টাকা ৫০ পয়সা লোকসান।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি

ইসলামিক ফাইন্যান্স আগের বছরের লভ্যাংশ ঘোষণার পাশাপাশি প্রথম প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে।

২০১৯ সমাপ্ত বছরের জন্য এ কোম্পানি ১০ শতাংশ নগদ লভাংশ প্রস্তাব করেছে। তাতে শেয়ারহোল্ডাররা প্রতি শেয়ারে ১ টাকা করে পাবেন।

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে তালিকাভুক্ত ইসলামিক ফাইনেন্স প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৩৮ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৩৫ পয়সা।

এসিআই ফরমুলেশন লিমিটেড

ওষুধ খাতে তালিকাভুক্ত এসিআই লিমিটেড তাদের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৬৫ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৮১ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ৮২ পয়সা, যা আগে ৩ টাকা ১ পয়সা ছিল।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি

জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি ২ টাকা ৯৩ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর এই সময়ে মুনাফা ছিল ৪ টাকা ৭২ পয়সা।

বছরের ৯ (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৮ টাকা ৯৪ পয়সা, যা আগে ছিল ১১ টাকা ৭১ পয়সা।

ডাচ বাংলা ব্যাংক

ব্যাংক খাতে তালিকাভুক্ত ডাচ বাংলা ব্যাংক তাদের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি ১ টাকা ৫১ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময়ে মুনাফা ৯৫ পয়সা ছিল।

এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড

বস্ত্র খাতে তালিকাভুক্ত এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড তাদের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৬৭ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৭৩ পয়সা।

বছরের ৯ (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ৯৯ পয়সা, যা আগে ছিল ২ টাকা ১০ পয়সা।