পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

বাজেটের আগের দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2020, 09:41 AM
Updated : 10 June 2020, 09:41 AM

বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৬৬ দশমিক ৭৫ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন ৫৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮ কোটি ২৭ লাখ টাকা কম। মঙ্গলবার এ বাজারে ৬৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ১৩ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৫৮ পয়েন্টে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় দশমিক ১২ শতাংশ বেশি।

সিএসইতে মাত্র ২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭০ কোটি ৯৭ লাখ টাকা কম। মঙ্গলবার এ বাজারে ৭৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

এদিন ডিএসইতে ২৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ১৫টির। অপরিবর্তিত রয়েছে ২৩৫টির দর।

সিএসইতে ৮৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির দর।

সাধারণ সময়ে সকাল সাড়ে ১০টা থেকে আড়াইটা চার ঘণ্টা লেনদেন হলেও বর্তমানে পরিবর্তিত সময়ে লেনদেন হচ্ছে সাড়ে ১০টা থেকে ৩ ঘণ্টা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।