স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস বেড়েছে

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2020, 11:36 AM
Updated : 9 June 2020, 11:36 AM

জানুয়ারি-মার্চ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই তিন মাসে ওষুধ খাতের কোম্পানিটির ইপিএস দাঁড়িছে ৪ টাকা ২৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩ টাকা ৬৯ পয়সা।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৪৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১১ টাকা ১৫ পয়সা।

এসময় কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ১০ টাকা ১৩ পয়সা; শেয়ার প্রতি সম্পদ মূল্য ৮৮ টাকা ১৯ পয়সা।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস। উদ্যোক্তাদের হাতে আছে প্রতিষ্ঠানটির ৩৪ দশমিক ৫৭ শতাংশ শেয়ার। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১০ দশমিক ৩০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে আছে ১৯ দশমিক ৪৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ৩৫ দশমিক ৬৫ শতাংশ শেয়ার।