পুঁজিবাজারের উন্নয়নে কাজ করবে গ্রামীণফোন: বিএসইসি চেয়ারম্যান

বাজার মূলধানের বিচারে শেয়ার বাজারের সবচেয়ে বড় কোম্পানি গ্রামীণফোন দেশের পুঁজিবাজারের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ‘কাজ করবে’ বলে জানিয়েছেন বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 03:24 PM
Updated : 5 June 2020, 03:24 PM

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বৃহস্পতিবার বিকালে বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

শিবলী রুবাইয়াত শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী সাক্ষাতের সময় পুঁজিবাজার উন্নয়নে ‘বিএসইসির সঙ্গে কাজ করার’ কথা বলেছেন।

গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়, তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বৃহস্পতিবার বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

“এ সময় তদের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়।”

ঢাকার পুঁজিবাজারের মোট বাজার মূলধনের প্রায় ১০ শতাংশ হচ্ছে গ্রামীণফোনের, যা এককভাবে সবচেয়ে বেশি।

টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন বাংলাদশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৯ সালে।

এর ৯০ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তাদের হাতে, ৩ দশমিক ৯৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে, ৩ দশমিক ৮৭ শতাংশ শেয়ার বিদেশিদের হাতে আছে। আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ২ দশমিক ১৪ শতাংশ শেয়ার।