মহামারীকালে বিএসইসির ছাড়

করোনাভাইরাস মহামারী ঠেকাতে সরকার ঘোষিত ‍ছুটির মধ্যে কিছু সিকিউরিটি আইন পরিপালনের বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হয়েছে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 07:52 PM
Updated : 2 June 2020, 07:52 PM

বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কমিশনের নিয়মিত সভায় সরকার ঘোষিত ‍ছুটি (২৬ মার্চ থেকে ৩০ মে) সময়কে কমিশনের আদেশ পরিপালনের নির্ধারিত সময় গণনার ক্ষেত্রে থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নির্দিষ্ট আদেশ পালনের জন্য একটি সময় নির্ধারিত থাকে। সময় পার হয়ে গেলে প্রতিষ্ঠানগুলোকে শাস্তির আওতায় আসতে হয়।

এই ছাড়ের ফলে যে সব প্রতিষ্ঠান ২৬ মার্চ থেকে ৩০ মে সময় সাধার ছুটি থাকায় অনেক আদেশ পালন করেত পারেনি, তারা শাস্তি থেকে রেহাই পেল।

সিকিউরিটিজ ইস্যুয়ার, কমিশনে নিবন্ধিত প্রতিষ্ঠান, ডিপজিটর, স্টক এক্সচেঞ্জ বা পুঁজিবাজার সংশ্লিষ্‌ট ব্যক্তিরা এই ছাড় পাবে।

তবে এর আওতায় মূল্য সংবেদনশীল তথ্য আসবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অর্থাৎ এই সময়ে মূল্য সংবেদনশীল তথ্য দিতে ব্যর্থ হলে কেউ ছাড় পাবে না।