টানা দ্বিতীয় দিন দরপতন পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো সূচক কমছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 08:53 AM
Updated : 2 June 2020, 08:53 AM

দুই মাস বন্ধ থাকার পরে প্রথম লেনদেনে রোববার সূচক বেড়েছিল। পরদিন সূচকে দেড় শতাংশ দরপতন হয়।

মঙ্গলবার দিনের লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ কমে ৩ হাজার ৯৬৯ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ১৫৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগেরদিন ছিল ১৯৭ কোটি ৭৬ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৮০ দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৬১ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭০ শতাংশ কম।

সিএসইতে ৫৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১ কোটি ৫৭ লাখ টাকা বেশি।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে মঙ্গলবার ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩০ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১২টির, আর কমেছে ৫৩টির। আর অপরিবর্তিত রয়েছে ২২৯টির দর।

সিএসইতে লেনদেন হয়েছে ১২৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টির দর।

নভেল করোনাভাইরাসের মহামারী প্রতিরোধে ২৬ মার্চ থেকে ৩০ মে বন্ধ ছিল দেশের দুই পুঁজিবাজার।