এক্সিম ব্যাংকের ১০% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2020, 11:50 AM
Updated : 1 June 2020, 11:50 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

এর ফলে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ১ টাকা করে নগদ পাবেন শেয়ারহোল্ডাররা।

লভ্যাংশের খবরে ৩০ পয়সা দর বেড়েছে প্রতিষ্ঠানটির। সোমবার সমপনী দাম ছিল ১৪ টাকা ৬০ পয়সা।

অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির পিই ১৩ দশমিক ৫২ পয়েন্ট।

লভ্যাংশ পেতে হলে রেকর্ড ডেট অর্থাৎ ২৫ জুন আগ পর্যন্ত শেয়ার ধারণ করতে হবে।

কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ৬৭ পয়সা।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির ২০ দশমিক ১৫ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তাদের কাছে। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২২ দশমিক ৮৩ শতাংশ।বিদেশীদের কাছে আছে ৮ দশমিক ১৯ শতাংশ। আর সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে আছে ৪৮ দশমিক ৮৩ শতাংশ শেয়ার।

প্রতিষ্ঠানটির মোট শেয়ার ৮৭ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৮৭৯টি শেয়ার। সোমবার ডিএসইতে ৪০ লাখ ৭৭ হাজার ৮৮৫টি শেয়ার লেনদেন হয়েছে।