ভিআইপিবি ব্যালেন্স ফান্ডের প্রস্তাব অনুমোদন

ভিআইপিবি ব্যালেন্স ফান্ড নামের একটি মিউচ্যূয়াল ফান্ডের খসড়া প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2020, 06:57 PM
Updated : 29 April 2020, 06:57 PM

বুধবার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মিউচ্যূয়াল ফান্ডেটি পুঁজিবাজারে ১০ কোটি টাকা বিনিয়োগ করতে চায়। এর মধ্যে ১ কোটি টাকা দেবে উদ্যোক্তারা, আর ৯ কোটি টাকা ফান্ড বিক্রির মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া হবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য হবে ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা এবং সম্পদ ব্যবস্থাপক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

ফান্ডটির ট্রাস্টি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।ফান্ডটির কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এদিকে আইন ভঙ্গ করায় প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানিকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

সভায় বিএসইসি কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ রুলস ২০১৮ এর সংশোধনী প্রস্তাব কতিপয় পরিবর্তন সাপেক্ষে অনুমোদিত হয়েছে।

পাশাপাশি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট রুলস ২০১৫ সংশোধনী প্রস্তাবেও চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়।