ডিজিটাল প্ল্যাটফর্মে জিএসকে বাংলাদেশের এজিএম

গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডের ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2020, 10:04 AM
Updated : 17 April 2020, 10:04 AM

করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি’র আদেশ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে এই এজিএম অনুষ্ঠিত হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে সভাপতিত্ব করেন জিএসকে বাংলাদেশের চেয়ারম্যান মাসুদ খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত পান্ডে, পরিচালক আবুল হোসেন, মহসিন উদ্দিন আহমেদ, রেজাউল হক চৌধুরী, হাসনাইন আহমেদ, জাহেদুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি নাহারুল ইসলাম মোল্লা।

শেয়ারহোল্ডারাও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এজিএমে অংশগ্রহণ করেন।

সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির ২০১৯ সালের বার্ষিক হিসাব এবং ৫৩০ শতাংশ অর্থাৎ প্রতি শেয়ারে ৫৩ টাকা লভ্যাংশ অনুমোদন করেন ।

এটি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত দেশের প্রথম এজিএম বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।