সাধারণ ছুটিতে পুঁজিবাজারে লেনদেন বন্ধ

নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটিতে বাংলাদেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 11:21 AM
Updated : 24 March 2020, 11:21 AM

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক  শফিকুর রহমান মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, ফলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে দেশের সব অফিস-আদালতে।

“সাধারণ ছুটির পাঁচ দিন অর্থাৎ ২৯ মার্চ থেকে ২ এপ্রিল ডিএসইতে লেনদেন বন্ধ থাকবে।”

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এই পাঁচ দিন লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

“এই কঠিন সময়ে সরকারের সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে আমরা লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাধারণ ছুটির ঘোষণা দেন।

তবে হাসপাতালসহ জরুরি সেবা সংস্থাগুলো এই ছুটির আওতায় থাকবে না।